শাহরুখের প্রত্যাশা পূরণ করতে পারেনি দিলওয়ালে

12/01/2016 10:45 amViews: 15
শাহরুখের প্রত্যাশা পূরণ করতে পারেনি দিলওয়ালে
 
শাহরুখের প্রত্যাশা পূরণ করতে পারেনি দিলওয়ালে
পাঁচ বছর পরে শাহরুখ-কাজল জুটির পুনর্মিলনী দিলওয়ালে থেকে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় হতাশা ব্যক্ত করেছেন শাহরুখ। রোহিত শেঠির পরিচালনায় এই সিনেমা তার প্রত্যাশা পূরণ করতে পারেনি।
ভারতে দিলওয়ালে প্রায় ১৮৭.২৫ কোটি রূপি আয় করেছে। বিশ্বজুড়ে যা প্রায় সাড়ে তিনশ কোটি রূপির কাছাকাছি। তারপরেও শাহরুখ আশা করেছিলেন এই সিনেমা অতীতের সব রেকর্ড ভেঙে দেবে। সোমবার কলকাতায় একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমি মনে করি না সিনেমাটার যত ভালো করা উচিত ছিল সেটা করতে পেরেছে। আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে হতাশ। সততার সঙ্গে বলতে গেলে এটি ভারতে ভালো করেনি। তবে বহির্বিশ্বে এটি অনেক ভালো করেছে। এটা উত্তেজনার যে ভারতীয় সিনেমা সারা বিশ্বে সাড়া ফেলছে। এখানে ব্যবসার অনেক সুযোগ তৈরি হবে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

Leave a Reply