শাহবাগে মেডিকেলে ভর্তি-ইচ্ছুকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
পূর্বঘোষণা অনুযায়ী দুপুর ১২টার দিকে মেডিকেলে ভর্তিচ্ছু আন্দোলনকারী শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের জন্য বের হন।
মিছিলটি শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সামনে এলে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ।
পরে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। মেডিকেলে ভর্তি-ইচ্ছুকদের এ আন্দোলনে যোগ দিয়েছেন বিভিন্ন বাম ছাত্র সংগঠন ও অভিভাবকরা। এদিকে শাহবাগে যান চলাচল বন্ধ থাকায় পুরো এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। পল্টন, মসভবন, কাকরাইল, কাটাবন এলাকার যান চলাচল বন্ধ রয়েছে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর সারা দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই ভর্তি পরীক্ষা প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে।
puf