শাহজালাল বিমানবন্দরে স্বর্ণসহ ২ যাত্রী আটক
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে স্বর্ণসহ তাদের আটক করা হয়। পরে আটককৃতদের বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
জানা যায়, সকালে বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি ০৮৭) অবতরণ করে। এ সময় কাস্টমস হলের কনভেয়ার বেল থেকে লাগেজ নিয়ে গ্রীণ চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হলে ওই দুই যাত্রীকে তল্লাশি করা হয়। এতে মতিনের কাছ থেকে ৮৯৮ গ্রাম এবং আবুলের কাছ থেকে ৩০৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।