শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ ও গাঁজাসহ আটক ৫

13/05/2014 3:21 pmViews: 6

 

 

ঢাকা, ১৩ মে  : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণ ও গাঁজাসহ ৫ যাত্রীকে আটক করেছে আর্মড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন)। মঙ্গলবার সকালে ২ কেজি গাঁজা ও সোমবার রাতে ১ কেজি স্বর্ণসহ যাত্রীদের আটক করা হয়।

জানা যায়, সোমবার রাত ১১টার দিকে বিমানবন্দরে ১ কেজি স্বর্ণসহ ৪ যাত্রীকে আটক করে এপিবিএন। যাত্রীরা ১০০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার ব্যাগে ও শরীরের বিভিন্ন জায়গায় লুকিয়ে নিয়ে আসেন। এসবের বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

আটককৃতরা হলেন- মালয়েশিয়া থেকে আসা ফজলুর রহমান, ফয়সাল ওমর, ইমরান হোসেন এবং কাতার থেকে আসা যাত্রী বাদশা মিয়া।

এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরে ২ কেজি গাঁজাসহ কুয়েতগামী যাত্রী ইয়াসিন খানকে (২৩) আটক করেছে এপিবিএন।

বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। দুটি প্যাকেটের মধ্যে গাঁজা নিয়ে তিনি কুয়েতে যাচ্ছিলেন। গাঁজার দাম প্রায় ১৫ লাখ টাকা বলে জানা গেছে।

Leave a Reply