শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে চার কেজি স্বর্ণ উদ্ধার
নিউজ7 ডটকম, ঢাকা : শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে চার কেজি স্বর্ন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে স্বর্নের বার উদ্ধার করে কাস্টমস।
রাত ১০টার দিকে শাহজালালের ক্যানিটি এলাকায় একটি টেলিভিশন পরিত্যক্ত অবস্থায় দেখেন কাস্টমস কর্মকর্তারা। এসময় তা পরীক্ষা করা হলে টেলিভিশনের মধ্যে স্বর্নের বার দেখতে পাওয়া যায়। পরে চার কেজি ওজনের চারটি স্বর্নের বার উদ্ধার করে কাস্টমস। যার বর্তমান বাজার মূল্যে প্রায় তিন কোটি টাকা।
কাস্টমস হাউজের কমিশনার জাকিয়া সুলতানা জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। টাইগার এয়ারলাইন্সের একটি বিামানে করে দুবাই থেকে স্বর্নগুলো আনা হয় বলে জানা গেছে।
এদিকে, বুধবার রাতে ক্যানিটি এলাকা থেকে সাবানের ভেতর থেকে ৮’ শ গ্রাম স্বর্ন উদ্ধার করে কাস্টমস।