শাহজালালে ৫ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক

01/01/2014 9:21 pmViews: 5

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩৪টি স্বর্ণের বারসহ চোরাচালান চক্রের দলনেতাসহ চার সদস্যকে আটক করেছে র‌্যাব।

বুধবার সন্ধ্যায় র‌্যাব হেডকোয়াটার্স থেকে এ তথ্য জানায় র‌্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান।

আটককৃতরা হলেন, মোহাম্মদ আলী (৫৬), বিমানবন্দরের জুনিয়র নিরাপত্তা কর্মকর্তা কামরুল ইসলাম (৪০), এয়ারক্রাফট সুইপিং তত্ত্বাবধায়ক আবু জাফর ও ভারতীয় নাগরিক আহমেদ জামিল টুকি (৩৫)। উদ্ধারকৃত স্বর্ণের পরিমান ১,৩৪০ ভরি। এর মূল্য পাঁচ কোটি ১৫ লাখ টাকা।

র‌্যাবের মিডিয়া এ্যান্ড লিগ্যাল শাখার পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে প্রতি মঙ্গলবার রাত ১১টার দিকে হংকং থেকে আগত একটি ফ্লাইটে ভারতীয় একজন নাগরিক ট্রানজিট যাত্রী হয়ে শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান করে। গত মঙ্গলবার রাতে র‌্যাব ওই ফ্ল্যাইটে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে এয়ারক্রাফট সুইপিং সুপারভাইজার আবু জাফর একটি লাগেজের ভিতরে স্বর্ণের বার ঢুকিয়ে দেয়। লাগেজটি ছিল ভারতীয় ট্রানজিট যাত্রী আহমেদ জামিল টুকির। লাগেজটি বোর্ডিংয়ে না দিয়ে বিমানবন্দরের একটি গাড়িতে তোলা হয়। গাড়ি বিমানবন্দরের গেট দিয়ে বের হওয়ার পর লাগেজটি আরেকটি গাড়িতে তোলা হয়। র‌্যাব গাড়ির পিছু নিয়ে উত্তরার মোহাম্মদ আলীর বাসা ঘিরে ফেলে। পরে সেই বাড়ি থেকে র‌্যাব মোহাম্মদ আলীকে ওই লাগেজসহ আটক করে। আটককৃত মোহাম্মদ আলী জানায়, ভারতীয় নাগরিক আহমেদ জামিল টুকি ট্রানজিট যাত্রী হয়ে হংকং থেকে এই স্বর্ণ চোরাচালান করছে। পরে র‌্যাব সিভিল এভিয়েশনের মাধ্যমে ট্রানজিট পয়েন্ট থেকে ভারতীয় নাগরিক ও লাগেজ অবৈধভাবে বের করার অভিযোগে সিভিল এভিয়েশনের জুনিয়র নিরাপত্তা কর্মকর্তা কামরুল ইসলামকে আটক করে।

আটককৃত ভারতীয় নাগরিক আহমেদ জামিল টুকি তিনটি পাসপোর্ট ব্যবহার করেন। এর আগে তিনি এই তিন পাসপোর্টে ২০ বার বাংলাদেশে ট্রানজিট যাত্রী হয়ে ভারতে গেছেন। তিনি মঙ্গলবার হংকংয়ের ফ্লাইটে আসার পর বিমাবন্দরে অবস্থান করে পরদিন বুধবার সকাল ৯টায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে দিল্লী চলে যান। বুধবার সকাল ৯টায় আহমেদ জামিল টুকি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে দিল্লী যাওয়ার কথা ছিল।

Leave a Reply