শারীরিক নির্যাতনের অভিযোগ ছিল অ্যাম্বারের বিরুদ্ধেও!
কিছুদিন আগেই স্বামী জনি ডেপের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। তবে এবার শোনা যাচ্ছে, সঙ্গীকে শারীরিক নির্যাতনের অভিযোগে একবার অ্যাম্বারও গ্রেফতার হয়েছিলেন।
আইন প্রয়োগকারী সংস্থার সূত্র ও নথিপত্রের বরাত দিয়ে টিএমজেডের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর ট্যাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে বান্ধবী টাসইয়া ভ্যান রির সঙ্গে বাকযুদ্ধ হয় অ্যাম্বারের। সেসময় নাকি অ্যাম্বার তাসিয়ার হাত সজোরে আঁকড়ে ধরে ও টানা হেঁচড়া করে। একারণে তাকে গ্রেফতারও হতে হয়েছিল। এছাড়া তার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছিল, হাজির হতে হয়েছিল আদালতেও।
আদালতের শুনানির একটি অডিও রেকর্ডের বরাত দিয়ে টিএমজেড বলেছে, প্রসিকিউটর এই মামলা সামনে আগানোর বিষয়ে নারাজি জানিয়েছে।
অ্যাম্বারের আইনজীবীর সাথে এ বিষয়ে কথা বলতে চাইলে তাকে পাওয়া যায়নি।