শারলিনের নগ্ন পোস্টার প্রকাশ
‘কামসূত্র থ্রিডি’ ছবিতে বছরখানেক আগে কাজ শুরু করেন আলোচিত-সমালোচিত ভারতীয় মডেল-অভিনেত্রী শারলিন চোপড়া। তবে মধ্যে এ ছবিটি থেকে বাদ দেয়া হয় তাকে। পরবর্তীতে পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব মিটে যায় তার। গত দুই মাস ধরে টানা ছবিটির শুটিং করেছেন তিনি। এরই মধ্যে এর কাজ শেষ হয়েছে। সম্প্রতি একটি পোস্টার প্রকাশ পেয়েছে ‘কামসূত্র থ্রিডি’ ছবির। এ ছবিতে নগ্নভাবে উপস্থাপিত হয়েছেন শারলিন। এই ছবিটির মাধ্যমে আবারও নতুন করে আলোচনায় এলেন তিনি। আসছে বছরের মার্চে ছবিটি মুক্তির প্রস্তুতি চলছে। ছবিতে কিছু দৃশ্যে সম্পূর্ণ নগ্নভাবে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। এর বাইরে যৌন দৃশ্যেও কাজ করেছেন বেশ ক’জন অভিনেতার সঙ্গে। তবে এটি পূর্ণ বয়স্কদের ছবি হিসেবেই মুক্তি দেয়া হবে। এদিকে এ ছবির প্রচারণার জন্য একটি প্রমোতেও শারলিনকে দেখা যাবে। সেই প্রমোটি নতুন বছরের প্রথম দিনটিতে অনলাইনে প্রকাশ করা হতে পারে। এ প্রমোটিতেও শারলিনের কিছু নগ্ন দৃশ্য দেখা যাবে। বিষয়গুলো নিয়ে বেশ এক্সাইটেড শারলিন। এ বিষয়ে তিনি বলেন, ‘কামসূত্র থ্রিডি’ ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার পর আমার কাছে আরও অনেক ছবির প্রস্তাব এসেছে। তবে এটি মুক্তি পাওয়া না পর্যন্ত আসলে অন্য কোন কিছু করতে চাই না। আর এ ছবির বিষয়বস্তু হচ্ছে কাম বাসনা। তাই একাধিক যৌনদৃশ্যে কাজ করেছি, চরিত্রের প্রয়োজনে। বিষয়গুলো নিয়ে বিতর্ক হচ্ছে এবং হবে। তবে আমি এসবে কান দেই না। কাজ করতে গিয়ে সব সময় নগ্ন হতে আমি প্রস্তুত। মনে রাখতে হবে, রেখার মতো অভিনেত্রীও ‘কামসূত্র’ ছবিতে কাজ করেছিলেন। তাই আমি এবার আমার ছবিটি নিয়ে সত্যি খুব এক্সাইটেড ও আনন্দিত।