শারদীয় দুর্গাপূজা শুরু বৃহস্পতিবার

09/10/2013 4:16 pmViews: 7

m_1247_35789প্রতিবেদক : বাঙালি হিন্দু সমপ্রদায়ের সবেচেয়ে বড় ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। মহাষষ্ঠীর বোধনের মাধ্যমে শুরু হওয়া ৫ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা চলবে সোমবার পর্যন্ত।

বৃহস্পতিবার সন্ধ্যায় ৫:৩০ টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির কেন্দ্রীয় পূজা উদ্বোধন করবেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। উদ্বোধনের পর রয়েছে ভক্তিমূলক সঙ্গিতানুষ্ঠান।

তিথি-নক্ষত্রের হিসাব অনুযায়ী এবার মা দূর্গা দেবী কৈলাস থেকে বাবার বাড়ি বসুধায় আসছেন দোলায় চড়ে আর পূজা নিয়ে আবার গজে গমন করবেন মা। এতে করে আগামী এক বছর ধন-ধান্যে শস্যপূর্ণ থাকবে আমাদের এই বসুধা।

শুক্রবার দ্বিতীয় দিন পূজার সপ্তমী। মহাসপ্তমীর দিনে সকালে ত্রিনয়নী দেবীদুর্গার চক্ষুদান করা হয়। পূজার তৃতীয় দিন শনিবার মহাষ্টমীতে সন্ধিপূজা। মহাষ্টমীতে সবচেয়ে বড় আকর্ষনীয় হল- রামকৃষ্ণ মিশনসহ দেশের বিভিন্ন পুজোমণ্ডপে মহাষ্টমীতে কুমারী পূজা।

বরিবার মহানবমী এবং সোমবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন হবে। এদিনই বিজয়া শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এই বাঙালির পরম কাঙ্খিত শারোদত্সব।

এবার বাংলাদেশে ২৮ হাজার ৫০০ মণ্ডপে পূজা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নেতারা। এরমধ্যে মণ্ডপে মণ্ডপে ছড়িয়ে পড়েছে উত্সবের বারতা। বিশ্ব মানুষের কল্যাণ কামনায় আয়োজিত শারদীয় উত্সব উপলক্ষে মন্দিরগুলোতে চলছে শেষ প্রস্তুতি।

এ শারদীয় দুর্গোত্সব ২০১৩ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কানুতোষ মজুমদার ও সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী এবং বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রমেন মণ্ডল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বাণীতে নেতারা দেশ ও জাতির মঙ্গল ও শান্তি কামনা করেছেন।

Leave a Reply