শাবিপ্রবিতে যৌন হয়রানির বিচার দাবিতে গণস্বাক্ষর

09/04/2014 10:16 pmViews: 3

সিলেট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালেয়র (শাবিপ্রবি) শিক্ষক ও কর্মচারী কর্তৃক যৌন হয়রানির বিচারের দাবিতে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

বুধবার গণস্বাক্ষর কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন অংশগ্রহণ করে।

উল্লেখ্য, ৩০ মার্চ বিভাগের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের এক ছাত্রী বিভাগের কর্মচারী আবু সালেহ কর্তৃক যৌন হয়রানির শিকার হন। ৩১ মার্চ বিষয়টি নিয়ে ওই ছাত্রী বিভাগীয় প্রধান বরাবর লিখিত অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেননি তিনি।

শুধু তাই নয়, বিভাগের সভায় একজন সহকারী অধ্যাপক মো. নাছির উদ্দিন অভিযোগকারী ছাত্রী সম্পর্কে উল্টো আপত্তিকর মন্তব্য করলেও এতে নীরব থাকেন বিভাগের প্রধান সহযোগী অ্যধাপক আনোয়ারা বেগম।

সার্বিক বিষয়ে উপাচার্য প্রফেসর ড. মো. আমিনুল হক ভুইয়া বলেন, পুরো বিষয়টি সম্পর্কে তিনি অবগত রয়েছেন। বিষয়টি সমাধানের জন্য গঠিত তদন্ত কমিটি কাজ করছে। পাশাপাশি বিষয়টি সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের সিনিয়র তিনজন শিক্ষক কাজ শুরু করেছে।

Leave a Reply