শাবানা আজমির পঞ্চম ডক্টরেট
মুম্বাই: পঞ্চমবারের মতো ডক্টরেট পেলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমি। সম্প্রতি দিল্লির তেরি ইউনিভার্সিটি শাবানাকে ডক্টরেট উপাধি দেয়ার ঘোষণা দেয়।
সোমবার টুইটারে ৬৩ বছর বয়সী শাবানা বলেন, ‘তেরি ইউনিভার্সিটি থেকে ডক্টরেট পেয়ে সম্মানিত ও গর্বিত বোধ করছি। এটা আমার পঞ্চম ডক্টরেট।”
৫ ফেব্রুয়ারি তেরি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছ থেকে ডক্টরেট গ্রহণ করবেন শাবানা।
এর আগে যাদবপুর, লিডস মেট্রোপলিটান, জামিয়া মিলিয়া ও সিমন ফ্রেজার ইউনিভার্সিটি তাকে ডক্টরেট উপাধিতে ভূষিত করে।
মূলধারার পাশাপাশি প্যারালাল ছবিতেও কাজ করেছেন শাবানা আজমি। মোট পাঁচবার জাতীয় পুরস্কার পাওয়া এই অভিনেত্রী এ পর্যন্ত একশ’রও বেশি ছবিতে কাজ করেছেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।