‘শাপলা চত্বর পাল্টিয়ে শাহাদাত চত্বর করবে বিএনপি’

12/03/2016 6:14 pmViews: 5
‘শাপলা চত্বর পাল্টিয়ে শাহাদাত চত্বর করবে বিএনপি’
 
‘শাপলা চত্বর পাল্টিয়ে শাহাদাত চত্বর করবে বিএনপি’
বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শাপলা চত্বরের নাম পাল্টিয়ে শাহাদাত চত্বর করবে। ২০১৩ সালের ৫ মে সমাবেশের সময় হেফাজতে ইসলামের পাশে না থাকতে পারা বিএনপির দুর্ভাগ্য।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের স্বাধীনতা ও জিয়াউর রহমান’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল।
তিনি বলেন, লাখ লাখ মানুষ বিএনপির কাউন্সিলে আসবে। কাউন্সিলের জন্য সরকার বিএনপিকে যে জায়গা দিয়েছে তা যথেষ্ট নয়। সোহরাওয়ার্দী উদ্যান কারও বাবার সম্পত্তি না, সেখানে কেন আমাদের জায়গা দেয়া হলো না?

Leave a Reply