শান্তি আলোচনা চান অনুপ চেটিয়া

15/12/2015 7:19 pmViews: 4
শান্তি আলোচনা চান অনুপ চেটিয়া

 

ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়া অতীত ভুলের জন্য ক্ষমা চেয়ে দেশটির সরকারের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন। আসামের একটি আদালতে মঙ্গলবার হাজিরা দেয়ার পর তিনি এ কথা বলেন। গত ১০ নভেম্বর গভীর রাতে বাংলাদেশ অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করে। এসময় তার সঙ্গে দুই সহযোগী লক্ষ্মী প্রসাদ গোস্বামী ও বাবুল শর্মাকেও হস্তান্তর করা হয়।

অনুপ চেটিয়া ১৯৯৭ সাল থেকে বাংলাদেশের কারাগারে বন্দী ছিলেন। ভারতের কাছে হস্তান্তরের আগে তিনি কাশিমপুর কারাগারে ছিলেন।

শান্তি আলোচনার বিষয়ে জানতে চাওয়া হলে অনুপ চেটিয়া সাংবাদিকদের বলেন, অনেকের ধারণা সরকারের সঙ্গে আমি শান্তি আলোচনায় বসব না। আবার আমি পালিয়ে যাব বলেও কেউ মনে করছেন। তবে আমি শান্তি আলোচনার পক্ষে।

উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া বলেন, আমাদের অতীত ভুলের জন্য আমি আসামের জনগণের কাছে ক্ষমা চাইছি। আমাদের বিপ্লবের বিরোধিতা করার কারণে যাদের প্রাণ হারাতে হয়েছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

উলফার এ নেতা আরো বলেন, আমাকে ফিরিয়ে আনার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের প্রতিও কৃতজ্ঞ।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের স্বাধীনতার লক্ষ্যে ১৯৭৯ সালে গঠিত হয় উলফা। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে সশস্ত্র তৎপরতা চালায় সংগঠনটি। অনুপ চেটিয়া উলফার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তার আসল নাম  গোলাপ বড়–য়া আর সাংগঠনিক নাম অনুপ চেটিয়া।

Leave a Reply