‘শান্তিপূর্ণ লং মার্চে বাধা দিলে জনগণ বিচার করবে’
ঢাকা, ১৮ এপ্রিল : বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, শান্তিপূর্ণ ও দেশের স্বার্থে তিস্তা অভিমুখে বিএনপির লং মার্চ কর্মসূচি। এ কর্মসূচিতে সরকার বাধা দিলে তার বিচার জনগণ করবে।
শুক্রবার বিকালে রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
‘লং মার্চে সহিংসতা হলে তা বন্ধ করে দেয়া হবে’ সরকারি দলের নেতাদের এ বক্তব্যের জবাবে রিজভী বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বিএনপির সেই শিক্ষা, রুচি ও ঐতিহ্য রয়েছে। দেশ ও জাতীয় স্বার্থে বিএনপি এ কর্মসূচি নিয়েছে। তিস্তা ব্যারেজ এদেশের মানুষের বাঁচা মরার সঙ্গে জড়িত। তাই সব দায়-দায়িত্ব নিয়ে বিএনপি এ কর্মসূচি হাতে নিয়েছে।
তিনি বলেন, যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হোক এটা চায়, তারা তো নাশকতার কথাই বলবেন। পানি আটকে দিলে পরিবেশ বিপন্ন হলে তাদের কি বা আসে যায়। তাদের লক্ষ্য তো প্রভুর স্বার্থ রক্ষা করা।
১৯ শতকের মত দেশে ঠগিদের শাসন চলছে উল্লেখ করে তিনি বলেন, তাদের মতো বর্তমানে চারদিকে অবৈধ কর্মকান্ড করার ভয়ঙ্কর নেটওর্য়াক গড়ে তুলেছে। ঠগিরা যেমন সময়ে পথচারী, ব্যবসায়ীসহ নিজ পেশার কাজে ভ্রমণরত নানা স্তরের মানুষকে কৌশলে নিজেদের আওতায় নিয়ে অদৃশ্য করে দিতো। এখন ঠিক সেই পদ্ধতিই বিরাজ করছে।
বিএনপি বিশ্বাস করে যারা ইলিয়াস আলীর গুমের সঙ্গে জড়িত তারাই রিজওয়ানার স্বামী আবু বকর সিদ্দিকীকে অপহরণ করেছিলো। ধরণ প্রায় একই রকমের। এই দূরভীসন্ধিমূলক পরিকল্পনার অভিমুখ শুধু বিরোধী দল নয়, বরং নাগরিক স্বাধীনতার দিকে বলেও মন্তব্য করেন রিজভী।
সংবাদ সম্মেলনে ছিলেন- দলের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট মাসুদ হোসেন তালুকদার, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।