শান্তিপূর্ণ মিছিলে গুলি করছে পুলিশ: মির্জা ফখরুল
সরকারকে উদ্দেশ করে ফখরুল বলেন, শান্তিপূর্ণ মিছিলে অবিলম্বে গুলি বন্ধ করুন। অন্যথায় জনগণের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ একটি চরম পরিণতিতে পৌঁছাবে বলে আমরা মনে করি।
তিনি বলেন, মহানগর আওয়ামী লীগের এক নেতা বলেছেন- বিরোধী দলকে শায়েস্তা করা হবে। এটা সহিংসতার ভাষা। তারা শক্তি দিয়ে, বন্দুক দিয়ে বিরোধী দলকে দমন করতে চায়, কিন্তু এটা আর সম্ভব হবে না।
ফখরুল দাবি করেন, হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছে। এই যে অভ্যুত্থান তা মোকাবেলার শক্তি সরকারের নেই। বিএনপি বরাবরের মতো এখনো সংলাপে প্রস্তুত বলেও জানান দলটির মুখপাত্র।