শান্তিতে নোবেল পেল তিউনিসিয়ার ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট
রাজনৈতিক স্থিতিশীলতা আনতে গুরুত্পূর্ণ ভূমিকা রাখায় এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে তিউনিসিয়ার জাতীয় সংলাপে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট। শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টায় নরওয়ের অসলোতে দ্য নরওয়েজিয়ান নোবেল কমিটি সংগঠনটির নাম ঘোষণা করেছে। খবর বিবিসি।
এসময় নোবেল ঘোষণা কমিটির চেয়ারম্যান বলেন, ২০১১ সালের পর দেশটিতে বহুত্ববাদী গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিষ্ঠানটি ব্যাপক ভূমিকা পালন করেছে।
এ বছর শান্তিতে নোবেলের জন্য ২৭৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে বিভিন্ন দেশের ২০৫ জন ব্যক্তি ও ৬৮ টি সংগঠন এ পুরস্কারের জন্য আবেদন করে। এরমধ্যে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল ও পোপ ফ্রাান্সিসও ছিলেন।
ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট চারটি সংগঠনের সমন্বয়ে গঠিত। এগুলো হলো-তিউনিসিয়া জেনারেল লেবার ইউনিয়ন, দ্যা তিউনিসিয়ান কনফেডারেশন অব ইন্ডাস্ট্রি- ট্রেড অ্যান্ড হ্যান্ডিক্রাফটস, দ্যা তিউনিসিয়ান হিউম্যান রাইটস লিগ এবং দ্যা তিউনিসিয়ান অর্ডার অব লয়্যারস।
puf