শহীদ নূর হোসেন দিবস আজ

10/11/2015 3:49 pmViews: 7
শহীদ নূর হোসেন দিবস আজ

 

আজ ১০ নভেম্বরশহীদ নূর হোসেন দিবস। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন-সংগ্রামের এক অবিস্মরণীয় দিন। তবে নুর হোসেনের মৃত্যুর ১৮ বছর পর দেশের প্রধান রাজনৈতিক দলগুলো তার মুত্যু দিবসে উল্লেখযোগ্য কোন কর্মসূচি পালন করেনি।

১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচার এরশাদবিরোধী গণ-আন্দোলনে বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ লেখা স্লোগান নিয়ে বিক্ষোভ করেন নূর হোসেন। রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) পুলিশের গুলিতে শহীদ হন তিনি।

দিবসটি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

নুর হোসেন দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি গ্রহণ করে। এর মধ্যে শহীদের মাজারে পুষ্পস্তবক অর্পণ, শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে নুর হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সংগঠনের নেতারা।

Leave a Reply