শশীভূষণে ইউপিমেম্বার সালামের বিয়ে বাণিজ্য
মো: মিজানুর রহমানসোহেল , শশীভূষণ : শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সালাম মেম্বার এক অসহায় নারীর বিয়ে নিয়ে বাণিজ্যে মেতেছেন।
জানাযায়, একই গ্রামের সালাম ডুবাই বাড়ির দরজার মসজিদের ঈমাম আ: রহিম’র সাথে একই এলাকার রুমা নামের এক নারীর সাথে সম্পর্ক ঘটে। দীর্ঘদিন সম্পর্কের পর রুমা বিয়ে দাবী জানিয়ে ব্যর্থ হয়ে বিষয়টি অভিভাবকদের জানালে তারা ঘটনাটি স্থানীয় সালেম মেম্বারকে জানায়। সালেম সে সুবাদে গত ১৪সেপ্টেম্বর রুমা ও রহিম’র কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে রহিমের নিকট ৩০ হাজার টাকা দাবী করেন।সে ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রুমাকে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করেন। পরে জাহানপুর ২ নং ওয়ার্ড মেম্বার মাস্টার মোশারেফ হোসেনসহ এলাকার ইউনুস,তছলিম, প্রমুখদের উপস্থিতে পাচঁকপাট ঘাটের মৌ: তোহা’র মাধ্যমে দুই লাখ টাকারদেন মোহরে কাবিন বিহীন বিয়ের কাজ সম্পন্ন করেন। বিয়ে শেষে জামাইর পোশাক ও অন্যান্য জিনিসপত্র কেনার কথা বলে নগদ ২০ হাজার টাকা সালেম মেম্বার রুমার মায়ের কাছ থেকে নিয়ে আত্মসাৎ করেন। রুমার রেজি: জন্য দাবী জানালে সালাম মেম্বার তা সম্পাদন করবেন বলে আশাস দেন। পর দিন সকালে নববধু রুমা তার স্বামী রহিমের সাথে শশুর বাড়ির যায়। বিয়ের এক সপ্তাহ পর রুমাকে বাপের বাড়িতে পাটিয়েদেয়। বর্তামানে ওই বিয়েভেঙে দেয়ার জন্য একটি প্রভাবশালী মহল উটে পড়ে লেগেছে।