শমসের মবিনের মতো আরো অনেকেই বিএনপি ছাড়বে: হানিফ
বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেয়ায় শমসের মবিন চৌধুরীকে অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, শমসের মবিন চৌধুরী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারা এভাবেই একে একে বিএনপি ছাড়বে।
বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে বিএনপিকে ঢেলে সাজানোর পরামর্শ দেন হানিফ। তিনি বলেন, বিএনপি দুই বিদেশী নাগরিক হত্যার দায় এড়াতে পারে না।
এর আগে গতকাল বুধবার রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরী স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বিএনপির সকল পদ থেকে পদত্যাগ করেছেন। রাতে খালেদা জিয়া বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি।
এ ব্যাপারে শমসের মবিন চৌধুরী বৃহস্পতিবার সকালে যুগান্তরকে বলেন, শারীরিক অসুস্থতার কারণে রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এই মুহুর্তে চেয়ারপারসন বিদেশে থাকায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পদত্যাগপত্র দেয়া হয়।