‘শফিক রেহমান একটি মাছিও মারতে পারেন না’

19/04/2016 6:18 pmViews: 7
‘শফিক রেহমান একটি মাছিও মারতে পারেন না’

‘শফিক রেহমান একটি মাছিও মারতে পারেন না’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, প্রবীণ সাংবাদিক শফিক রেহমান একটি মাছিও মারতে পারেন না, অথচ তাঁর বিরুদ্ধে মানুষ হত্যার অভিযোগ এনে রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে। আরেক সাংবাদিক মাহমুদুর রহমানকে রিমান্ডে নেয়ার পাঁয়তারা চালানো হচ্ছে।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে ‘গণতন্ত্র ফিরিয়ে দাও-এম ইলিয়াস আলীর সন্ধান দাও-প্রবীণ সাংবাদিক শফিক রেহমান, মাহমুদুর রহমান, মাহমুদুর রহমান মান্না, শওকত মাহমুদ, অধ্যাপক আবদুল মান্নানের মুক্তি দাও’ শীর্ষক নাগরিক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, প্রতিদিন দেশে খুন-গুম, হত্যা হচ্ছে তাদের কোনো বিচার হচ্ছে না। অথচ প্রধানমন্ত্রীর ছেলে হওয়ার কারণে তার হত্যার আশঙ্কার কথা শুনেই দুই সাংবাদিককে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে।

তিনি বলেন, সত্যি কথা বলতে গিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না কারাগারে রয়েছেন। সাবেক এই জনপ্রিয় ছাত্রনেতাকেও রেহাই দেয়নি সত্য কথা বলার জন্য। যারাই সরকারের বিরুদ্ধে কথা বলবে, সে যেই হোক না কেন তাকে শুধু গ্রেফতার নয়, গুম করে ফেলবে।

Leave a Reply