শফিক রেহমানের মুক্তির দাবিতে লন্ডনে বিএনপির সমাবেশ
সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার ও রিমান্ডের নামে নির্যাতনের প্রতিবাদে সোমবার পূর্ব লন্ডনে এক প্রতিবাদ সমাবেশ আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় দলীয় কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব ও জাস্ট নিউজ সম্পাদক মুশফিকুল ফজল আনসারী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মোঃ গোলাম রাব্বানী, গোলাম রাব্বানী সোহেল ও মুজিবুর রহমান মুজিব, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, সাবেক যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক শামসুর রহমান মাহতাব, সিনিয়র সদস্য আলহাজ সাদিক মিয়া, আশরাফুল ইসলাম হিরা, লন্ডন মহানগর বিএনপির সদস্য সচিব আবেদ রাজা, যুবদলের সভাপতি রহিমউদ্দিন, সাধারণ সম্পাদক সোয়ালেহিন করিম চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন,জাসাস সভাপতি এম এ সালাম,সরফরাজ আহমেদ সরফু, আব্দুস সামাদ, ইসলাম উদ্দিন, আফজল হোসেন, বাবর চৌধুরী, জাহেদ আহমেদ তালুকদার, খালেদ চৌধুরী, কামরুল ইসলাম, শামছুল ইসলাম, ফিরুজ আলম, জিয়াউর রহমান জিয়া, ফয়সল আলী, পিনাক রহমান, ইমরুল ইসলাম, আকমল হোসেন, শফিউল আলম মুরাদ, আমিনুল ইসলাম প্রমুখ।
মুশফিকুল ফজল আনসারী বলেন, সরকার পরিকল্পিতভাবে বিরুদ্ধমত দমনের সকল পথ রুদ্ধ করে চলেছে। এ সরকারের রোষাণল থেকে স্বাধীনচেতা কোনো মানুষই রেহাই পাচ্ছে না। যিনি ভালোবাসার বানী ছড়িয়ে দিতে ভালবাসা দিবসের আবিষ্কারক তিনি কেনো একজনকে হত্যার পরিকল্পনা করতে যাবেন? তারা অবিলম্বে শফিক রেহমানের মুক্তি দাবি করে বলেন, শফিক রেহমানকে আটকে রেখে নির্যাতন করে সরকারের শেষ রক্ষা হবে না।
এম এ মালেক বলেন, শফিক রেহমান একজন ৮২ বছর বয়সের বয়োবৃদ্ধ মানুষ এবং দেশে বিদেশে খ্যাতিমান সাংবাদিক। তাকে গ্রেফতার করে নির্যাতন মধ্য যুগীয় বর্বরতাকেও হার মানায়।