শফিক রেহমানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার: ডিবি পুলিশ

16/04/2016 12:12 pmViews: 10
শফিক রেহমানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার: ডিবি পুলিশ
 
শফিক রেহমানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার: ডিবি পুলিশ
সাংবাদিক শফিক রেহমানকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টায় ১৫ ইস্কাটন গার্ডেন রোডের বাড়ি থেকে তাকে নিয়ে যাওয়া হয়।
শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান অভিযোগ করেছেন, আজ সকাল সাড়ে ৬টায় একদল লোক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করেন। পরে তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপ কমিশনার মারফ হোসেন সরদার বলেন, ২০১৫ সালে পল্টন থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহীতার মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।
ডিবির একটি সূত্র জানায়, ওই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
উল্লেখ্য, শফিক রেহমান দৈনিক যায়যায় দিনের সাবেক সম্পাদক। বর্তমানে বাংলাভিশন টিভি চ্যানেলে তার সম্পাদনায় ‘লাল গোলাপ’ নামে অনুষ্ঠান প্রচার হয়।
২০১৫ সালের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ, হত্যা ও হুমকীর চেষ্টার অভিযোগে পল্টন থানায় ডিবি পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পরিদর্শক ফজলুর রহমান জানিয়েছেন, মামলা দায়েরের সময় কোনো আসামির নাম উল্লেখ ছিল না। মামলাটি তদন্ত করার সময় এর জিজ্ঞাসাবাদের জন্য তাকে নেয়ার প্রয়োজন হয়। শফিক রেহমানকে রিমান্ডের আবেদনের জন্য পাঠানো হবে।

Leave a Reply