শপথ নিলেন ঢাকা-১৭’র এমপি আরাফাত

26/07/2023 9:59 pmViews: 1

mzamin

facebook sharing button
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আলী আরাফাত শপথ নিয়েছেন। বুধবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ পড়ান। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম এবং আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন। গত ১৫ই মে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

Leave a Reply