শপথ নিতে গিয়ে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান গ্রেফতার
গাইবান্ধা : গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মাজেদুর রহমান ও ভাইস চেয়ারম্যান সোলায়মান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা দু’জনেই জামায়াত নেতা।
সোমবার সকালে রংপুর বিভাগীয় কমিশনার অফিসে শপথ নিতে গেলে পুলিশ তাদের গ্রেফতার করে কোতয়ালী থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, গত বছর ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসেন সাঈদীর রায় ঘোষণার পর জামায়াত-শিবির নেতা-কর্মীরা গাইবান্ধার সুন্দরগঞ্জে নাশকতা চালায়। তারা বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে আক্রমণ করে চার পুলিশ হত্যা, বামনডাঙ্গা রেল স্টেশনে অগ্নিসংযোগ, রেল লাইন উপড়ে ফেলা, সুন্দরগঞ্জ থানায় হামলা এবং উপজেলার বিভিন্ন এলাকায় সংখ্যালঘু ও স্বাধীনতার পক্ষের মানুষের বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এসব ঘটনায় একাধিক মামলা হয়। আটক জামায়াত নেতারা ওইসব মামলার অন্যতম আসামি। তারা ঘটনার পর থেকে পলাতক ছিল। পলাতক থাকা অবস্থায় তারা নির্বাচন করে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।