শপথ গ্রহণের পর বিএনপির দুই কাউন্সিলর গ্রেফতার
শুক্রবার দুপুরে বগুড়ায় শহরের শহীদ টিটু মিলনায়তনে শপথ গ্রহণ শেষে বের হলে ডিবি পুলিশ দুই কাউন্সিলরকে গ্রেফতার করে। বিকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া পৌরসভার ২নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর ও জেলা বিএনপির সহকারি তাঁতী বিষয়ক সম্পাদক তৌহিদুল আলম বিটু এবং ৭নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর ও জেলা বিএনপির নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন পশারী হিরু।
বগুড়া ডিবি পুলিশের এসআই খোকন জানান, একাধিক নাশকতার মামলা থাকায় দুই কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে।