শপথের পরেই মনমোহনের ফোন, হাসিনাকে অভিনন্দন

12/01/2014 8:54 pmViews: 3

 

নিজস্ব প্রতিবেদক : নতুন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। সদ্য সমাপ্ত দশম জাতীয় সংসদ নির্বাচনের পর রোববার বিকাল সাড়ে ৩টায় তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন শেখ হাসিনা। শপথ শেষে প্রধানমন্ত্রী গণভবনে ফেরার পর সন্ধ্যা ৬টা ৫মিনিটে ভারতের প্রধানমন্ত্রী তাকে টেলিফোন করে ১০ মিনিট কথা বলেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। তিনি বলেন, নতুন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ায় শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গণতন্ত্র শক্তিশালী করার অভিযাত্রায় তার ও বাংলাদেশের জনগণের কল্যাণ কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

Leave a Reply