শনিবার ফের ১৮ দলের বিক্ষোভ
প্রতিবেদক : আগামী শনিবার ফের দেশের প্রতিটি জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। টানা তিন দিনের হরতালে নেতাকর্মীদের হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার বিকালে ১৮ দলের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
এ সময় শনিবারের ওই কর্মসূচি থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল।
গণতন্ত্র রক্ষায় নির্দলীয় সরকারের বিকল্প নেই উল্লেখ করে সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আর এজন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জরুরি। অন্যথায় গণতন্ত্র বিপন্ন হবে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আপনি অনেক কথা বলতে শিখেছেন। আপনি বিরোধীদলীয় নেতাকে বলেন- সংলাপে বসুন, নয়তো পাকিস্তান যান। আগের কথা একবার ভেবে দেখুন। তখন গণবাহিনী তৈরি করে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন আপনারা। এসব কী আপনাদের ভুল কাজ ছিল? যদি তা-ই হয়, তাহলে সেগুলোর জন্য আগে জাতির কাছে ক্ষমা চান।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. আবদুল্লাহ মো. তাহের, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পাটির্র চেয়ারম্যান ডা. মোস্তাজুির রহমান ইরান, এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ প্রমুখ।
এছাড়া সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ইসলামিক পাটির্র চেয়ারম্যান আবদুল মোবিন, ডিএলের মহাসচিব সাইফুদ্দিন মনি, ন্যাপ ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মো. শহিদুন্নবী চৌধুরী ডাবলু প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম।