শতাধিক বিচারপতি নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতি
শতাধিক বিচারপতি নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতি
বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসানের নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আপিল বিভাগ ও হাইকোর্টের ১০৪ জন বিচারপতি।
শুক্রবার বেলা সাড়ে ১২টায় তারা জাতির পিতার সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা সেখানে ফতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা জজ অমিত কুমার দে, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাৎ হোসেন ভুইঞা, গোপালগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাসার খায়ের, সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেনসহ আরো অনেকে।