শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘পাইলিন’
প্রতিবেদক : দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘পাইলিন’ কিছুটা পশ্চিমে অগ্রসর হয়ে আরো শক্তিশালী হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে ঘড়টি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
শুক্রবার সকাল ১০টায় আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া বার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি ভোর ছয়টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৭১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মংলাবন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ১৫০ কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়ার বেগে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
চট্টগ্রাম, মংলাবন্দর ও কক্সবাজার সমুদ্রবন্দরের আওতাভুক্ত এলাকাগুলোয় ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গভীর সাগরে মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।