শওকত মাহমুদের জামিন মঞ্জুর

নাশকতার ৩ মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদ। সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার ৬ মাসের জামিন মঞ্জুর করেন।
আজ আদালতে শওকত মাহমুদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তার বিরুদ্ধে দায়ের করা মোট পাঁচ মামলায় জামিন পেলেন তিনি।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে শওকত মাহমুদকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
এরপর তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোয় মোট ১২ দিনের রিমান্ডে নেয়া হয় জাতীয় প্রেস ক্লাবের সাবেক এ সভাপতিকে। তাকে এ পর্যন্ত মোট ২০টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।