ল্যাবএইডের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: ভুল চিকিৎসায় শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান মাসুমকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ায় ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।বুধবার বেলা দুপুর ১টার দিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কয়েকশ’ শিক্ষার্থী রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সামনে অবস্থান শুরু করেন। শিক্ষার্থীরা দুই হাসপাতালের মাঝখানে অবস্থান নেওয়ায় হাসপাতালে আসা রোগীদের কোন দুর্ভোগে পড়তে হয়নি। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা শিক্ষার্থীরা জানান, ভুল চিকিৎসার মাধ্যমে মাসুমের জীবনকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এই হাসপাতালের চিকিৎসক আমজাদ হোসেন। মাসুমকে হয়তো বাঁচানো যাবে না। কিন্তু তাকে ঘিরে একটি পরিবারের স্বপ্ন যে ধুলিস্যাৎ হয়ে গেল, পরিবারটি যে সর্বস্বান্ত হয়ে গেল আমরা তার ক্ষতিপুরণ চাই। এদিকে ভুল স্বীকার করেও মাসুমের পরিবারকে ক্ষতিপুরণ দিতে অস্বীকৃতি জানানোর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ আদায়ের দাবির ব্যাপারে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষক্ষের সাথে আলোচনায় বসার দাবিতে মঙ্গলবার ক্লাশ-পরীক্ষা বর্জন এবং বিভাগ অবরোধ কর্মসূচি এবং আমরণ অনশনের কর্মসূচি দেয় শিক্ষার্থীরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে তারা তাদের কর্মসূচি স্থগিত করে বুধবার ল্যাবএইডের সামনে অবস্থান কর্মসূচি দেন। উল্লেখ্য, শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান মাসুমকে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে এই হাসপাতালের চিকিৎসক ডা. আমজাদ হোসেনের বিরুদ্ধে। একই হাসপাতালের চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসায় ২০১১ সালের আগস্টে মারা গিয়েছিলেন বিশিষ্ট লোক সংগীত গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. মৃদুল কান্তি। পরে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ক্ষতিপূরণ হিসেবে তার পরিবারকে ৫০ লাখ টাকা দিয়েছিল ল্যাবএউড কর্তৃপক্ষ।