লোডিং, লোডিং!

17/10/2013 7:09 amViews: 6

525f79ced0b44-1.sleepকম্পিউটারের ধীরগতি আপনার রাতের ঘুম নষ্ট করছে? কোনো ওয়েবসাইট লোড হতে গিয়ে কখনো কখনো এত দেরি হয় যে, রাগে ল্যাপটপ জানালা দিয়ে ছুড়ে ফেলতে ইচ্ছা করে? চিন্তা করবেন না, এ ধরনের ইচ্ছা শুধু আপনার একার নয়, বিশ্বের উন্নত দেশের অনেক মানুষেরই হয়। দ্রুতগতির ইন্টারনেট সংযোগ থাকার পরও অনেক দেশের কম্পিউটার ব্যবহারকারীদের ধৈর্যহারা করে ফেলে শম্বুকগতির কম্পিউটার। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি মেমরি কার্ড ও এসএসডি নির্মাতা স্যানডিস্ক কর্তৃপক্ষ কম্পিউটারের শম্বুকগতির বিষয়টি নিয়ে বিশ্বব্যাপী একটি জরিপ চালিয়েছে।
স্যানডিস্কের জরিপে দেখা গেছে, কম্পিউটারের গতি নিয়ে ১৪ শতাংশ মার্কিন নাগরিক অসন্তুষ্ট ও হতাশায় ভুগছেন এবং তাঁদের রাগ গিয়ে পড়ছে যন্ত্রের ওপর। এ জরিপে শতকরা ২৭ শতাংশ মানুষ রায় দিয়েছেন, তাঁদের কম্পিউটারের পারফরম্যান্স খারাপ হওয়ার কারণে রাতের ঘুম নষ্ট হয়। ধীরগতির কম্পিউটারে কাজ করার জন্য রাত জেগে বসে থাকতে হয়।

স্যানডিস্কের গবেষকেরা পরীক্ষা করে দেখেছেন, মার্কিন নাগরিকেরা কম্পিউটারের ধীরগতির কারণে তাঁদের অবসর সময় থেকে বছরে গড়ে ১১৯ ঘণ্টা কম্পিউটারের সামনে বসে নষ্ট করেন।

২০১৩ সালের জুন মাস পর্যন্ত বিশ্বের আট হাজার কম্পিউটার নিয়ে স্যানডিস্ক এ গবেষণা চালিয়েছে।
গবেষকেরা জানিয়েছেন, তাঁদের জরিপের সময় অধিকাংশ মার্কিন কম্পিউটার ব্যবহারকারী জানিয়েছেন, ইন্টারনেটের ধীরগতির কারণে রাতের ঘুম নষ্ট হয়, মেজাজ বিগড়ে যায়, এমনকি সারা দিন মেজাজ খারাপ হয়ে থাকে। বাড়িতে বা অফিসে ল্যাপটপ ও ডেস্কটপের ক্ষেত্রে সমস্যার কথা জানান তাঁরা। কম্পিউটারের চেয়ে মুঠোফোনে এ ধরনের ঝামেলা কম বলেও জানান জরিপে অংশ নেওয়া ব্যক্তিরা।
জরিপে কম্পিউটারে ফাইল স্থানান্তরে বছরে গড়ে দুই দিনেরও বেশি সময় নষ্ট হয় বলে জরিপে উঠে এসেছে। এ সময় বয়স্করা বেশি অধৈর্য হয়ে উঠলেও তরুণেরা এ সময় ধৈর্য ধরতে পছন্দ করেন।
জরিপে যুক্তরাষ্ট্র ছাড়াও জার্মান নাগরিকেরা কম্পিউটারের গতি নিয়ে বেশি অধৈর্য হয়ে পড়েন বলে জানা গেছে। জরিপের ফল অনুযায়ী, কম্পিউটারের ধীরগতির কারণে শতকরা ২৩ শতাংশ মানুষ রেগে নিয়ে কম্পিউটারের ওপর হাত তোলেন বলে রায় দিয়েছেন। এ ছাড়া চীনের নাগরিকদের শতকরা ৩৭ শতাংশ ধীরগতির কম্পিউটারের কারণে মেজাজ চড়ে যাওয়ার কথা জানান।
স্যানডিস্ক কর্তৃপক্ষের পরামর্শ হচ্ছে, নানা কারণে কম্পিউটারের গতি ধীর হয়ে যেতে পারে। এর মধ্যে একটি কারণ কম্পিউটারের হার্ড ড্রাইভে সমস্যা। হার্ড ড্রাইভের পরিবর্তে সলিড স্টেট ড্রাইভ বা এসএসডি ব্যবহার করলে কম্পিউটারের গতি বাড়তে পারে।

কম্পিউটারের গতি রাতের ঘুম নষ্ট করতে পারেকম্পিউটারের গতি কমে যাওয়ার আরেকটি কারণ হতে পারে কম্পিউটার ডিস্কে অপ্রয়োজনীয় ফাইল জমে থাকা। নিয়মিত হার্ডডিস্ক পরিষ্কার রাখলে আপনার কম্পিউটারের গতি কমার আশঙ্কা কম। টেম্পোরারি ইন্টারনেট ফাইলের মতো বেশ কিছু ফাইল এ প্রক্রিয়ায় মুছে ফেলা সম্ভব। এগুলো মূলত কম্পিউটারের হার্ডডিস্কে জমা হওয়া ওয়েবপেজ। এই পাতাগুলো মুছে ফেলতে স্টার্ট বাটন থেকে অল প্রোগ্রামে যেতে হবে। সেখান থেকে অ্যাকসেসরিজে গিয়ে সিস্টেম টুল থেকে ডিস্ক ক্লিনআপ নির্বাচন করে অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেল যায়।

Leave a Reply