লোপা হোসেইনের প্রথম উপন্যাস ‘তোমার অপেক্ষায়’
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী ও সংবাদ পাঠিকা লোপা হোসেইনের প্রথম উপন্যাস ‘তোমার অপেক্ষায়’। বইটি প্রকাশ করছে প্রকাশনী সংস্থা আদর্শ। প্রচ্ছদ করেছেন খেয়া মেজবাহ।
গত ১৩ ফেব্রুয়ারি লোপার প্রথম উপন্যাস ‘তোমার অপেক্ষায়’ মোড়ক উন্মোচন এবং মিউজিক ভিডিও ‘পুনর্জন্ম’র উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান ভবনের ‘অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয় ও গীতিকার কবির বকুল। এ সময় দেশের কয়েকজন খ্যাতিমান মিডিয়া ব্যক্তিত্ব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপন্যাস সম্পর্কে লোপা হোসেইন বলেন, ‘তোমার অপেক্ষায়’ একটি প্রেমের উপন্যাস। এখানে ‘ভালোবাসা’ এবং ‘ভালোবাসি’ সম্পর্কে আমার মত প্রকাশের চেষ্টা করেছি। ‘ভালোবাসি’ বললে যে তার সম্মান রাখাটাও দায়িত্ব হয়ে পড়ে, তাই বলার চেষ্টা করেছি গল্পের মধ্য দিয়ে।
এর আগে গত বইমেলায় লোপা হোসেইনের কাব্যগ্রন্থ ‘যে অন্ধত্বের নাম ভালোবাসা’ প্রকাশিত হয়েছিল একই প্রকাশনী থেকে। বইগুলো মেলায় ৫৭৫-৫৭৬ স্টলে পাওয়া যাচ্ছে।