লিবিয়ার সংসদে গোলাগুলি, আহত ২ এমপি
ত্রিপোলি: লিবিয়ার সংসদে অস্ত্রধারীদের গুলিতে দুই সাংসদ আহত হয়েছেন। সোমবার ত্রিপোলিতে অবস্থিত দেশটির পার্লামেন্ট ‘জেনারেল ন্যাশনাল কংগ্রেসে’ (জিএনসি) এ হামলা চালানো হয়।
গোলাগুলির সময় সংসদ থেকে পালাতে গেলে ওই দুই সাংসদ আহত হন বলে জানা যায়।
দেশটির এক সাংসদ বলেন, “সংসদে প্রবেশকারী অস্ত্রধারীরা তরুণ। আক্রমণকালে তাদের কাছে ছুরি ও লাঠি ছিল। তারা আক্রমণকালে ‘পদত্যাগ চাই’ ‘পদত্যাগ চাই’ বলে চিৎকার করেন।”
এর আগে পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন সংবিধান রচনার জন্য আগাম নির্বাচনের দাবি জানায় বিক্ষোভকারীরা। কিন্তু সংসদ অধিবেশনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়ার ফলে দেশটিতে বিক্ষোভ শুরু হয়।
তিন বছর আগে গাদ্দাফি অধ্যায়ের পরিসমাপ্তি হলেও এখনো শান্তি প্রতিষ্ঠা হয়নি দেশটিতে। সূত্র: বিবিসি