লিটনের আত্মসমর্পণের আদেশ স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদন

13/10/2015 1:22 pmViews: 6
লিটনের আত্মসমর্পণের আদেশ স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদন

 

শিশু শাহাদাত হোসেন সৌরভের দুই পায়ে গুলির ঘটনার মামলায় গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের আগাম জামিন খারিজ করে দিয়ে আত্মসমর্পণের নির্দেশনার আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার সকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম চেম্বার বিচারপতির আদালতে এই আবেদন করেন। দুপুরে আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন তিনি।

এর আগে সোমবার দুপুরে এমপি লিটনের করা আগাম জামিন আবেদন খারিজ ও তাকে আত্মমর্পণে হাইকোর্টের আদেশ বিষয়ে রাষ্ট্রপক্ষ আপিল করবেন বলে জানিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।

তিনি বলেছিলেন, হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে লিটনকে গ্রেফতারে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে একটা ‘কনফিউশন’ সৃষ্টি হয়েছে যে, তাকে (লিটন) গ্রেফতার করা যাবে কিনা। এ বিষয়ে স্পষ্ট আদেশের জন্য আমি মঙ্গলবার চেম্বার আদালতে আপিল করবো। যাতে তাকে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে পারে।

অ্যাটর্নি জেনারেল বলেন, সংসদ সদস্য লিটন হাইকোর্টে আত্মসমর্পণ করে আগাম জামিন চেয়েছিলেন। এই জামিনের ব্যাপারে আমি ঘোরতর বিরোধিতা করেছি।

শিশু সৌরভকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় সোমবার এমপি লিটনের আগাম জামিন আবেদন খারিজ করে তাকে ১৮ অক্টোবরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এমপি লিটনের পক্ষে তার আইনজীবী মকসুদুল ইসলাম আগাম জামিন আবেদন উপস্থাপন করেন। জামিন আবেদন উপস্থাপনের পর দুপুর ১টার মধ্যে লিটনকে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন আদালত।

আদালতের নির্দেশে এমপি লিটন উপস্থিত হলে বেলা সোয়া ১টায় শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত তার আগাম জামিন নামঞ্জুর করে তাকে ১৮ অক্টোবরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

এর আগে আত্মগোপনে থাকা সরকারদলীয় এ সংসদ সদস্যের পক্ষে রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিনের আবেদন করেন তার আইনজীবী।

অন্যদিকে আদালত থেকে বের হলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি লিটন জানান, তিনি নিরাপত্তার কারণে গত কয়েকদিন আত্মগোপনে ছিলেন। আদালতের নির্দেশ মেনে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন।

সংসদ সদস্য লিটনের ছোঁড়া গুলিতে গত ২ অক্টোবর ভোরে প্রাত:ভ্রমণকালে শাহাদাত হোসেন সৌরভ (১১) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়।

ওই ঘটনায় গুলিবিদ্ধ শিশুর বাবা সাজু মিয়া ঘটনার পরদিন লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে আত্মগোপনে রয়েছেন এ সংসদ সদস্য। এ অবস্থায় আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে রোববার জামিনের আবেদন করেন তিনি।

শিশুকে গুলির ঘটনার পর সংসদ সদস্য লিটনের লাইসেন্স করা দুটি অস্ত্র সুন্দরগঞ্জ থানায় জমা দেন তার স্ত্রীর বড় ভাই তারিকুল ইসলাম। এরপর জেলা ম্যাজিস্ট্রেট লিটনের অস্ত্র দুটির লাইসেন্স বাতিল করেন।

এদিকে এমপি লিটনকে গ্রেফতার না করায় গাইবান্ধায় প্রতিদিনই বিভিন্নি কর্মসূচি পালন করছে বিক্ষুব্ধ জনতা।

এছাড়া শিশু সৌরভ এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। কবে নাগাদ সুস্থ হবেন বা স্বাভাবিক হাঁটাচলা করতে পারবে সৌরভ- সংশ্লিষ্ট চিকিৎসকরা তা নিশ্চিত করে বলতে পারেননি।

Leave a Reply