লাহোরে চার আর ছক্কার বৃষ্টি

23/05/2015 4:59 pmViews: 8

লাহোরে চার আর ছক্কার বৃষ্টি

 

জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে চার আর ছক্কার বৃষ্টি বইয়ে দিয়েছেন আহমদ শেহজাদ এবং মুখতার আহমদ।
তারা ১০ম ওভারেই পাকিস্তানের স্কোর ১০০ ছাড়িয়ে দিয়েছেন বিনা উইকেটে।
শুক্রবার টসে জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭২ রান করেছিল। এর জবাব দিতে গিয়ে শেহজাদ ও মুখতার রানের বন্যা বইয়ে দেন। মুখতার ৩১ বলে ৫৯ এবং শেহজাদ ২৬ বলে ৩৮ রান করেছেন। মুখতার ১০টি চার আর একটি ছক্কাএবং শেহজাদ ৪টি চার আর একটি ছক্কা হাকিয়েছেন।

ছয় বছর পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর এটাই কোনো টেস্ট দলের প্রথম পাকিস্তান সফর।

Leave a Reply