লালমোহনে লঞ্চের ধাক্কায় জেলে নিহত

01/11/2013 7:41 pmViews: 16

লালমোহন সংবাদদাতা : লালমোহনে লঞ্চের ধাক্কায় সিরাজুল ইসলাম (৫০) নামে এক জেলে নিহত ও অপর এক জেলে গুরুতর আহত হয়েছে।
শুক্রবার সকাল ৮টায়  উপজেলার তেঁতুলিয়া নদীর ফরাজগঞ্জ বেড়ির মাথায় এ ঘটনা ঘটে।
নিহত সিরাজুল বদরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড নবীনগর এলাকার মুন্সি বাড়ির রশিদ মুন্সির ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতভর তেঁতুলিয়া নদীতে মাছ ধরে শুক্রবার সকাল ৮টার দিকে নৌকায় বাড়ি রওয়ানা দেয় সিরাজুল ও নুরুজ্জামান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমোহনের লঞ্চ এমভি মাহিন রিফাত-১ নাজিরপুর এলাকায় যাত্রী নামিয়ে দিয়ে লালমোহন ঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়। ফরাজগঞ্জ বেড়ির মাথা এলাকায় এলে লঞ্চটি ঘোরানোর সময় জেলেদের নৌকার সঙ্গে ধাক্কা লাগে। এতে জেলে সিরাজুল ও নুরুজ্জামান গুরুতর আহত হয়। দ্রুত তাদের লালমোহন হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পথেই সিরাজুল ইসলাম মারা যায়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান ঘটনার সততা নিশ্চিত করেছেন।

Leave a Reply