লালমোহনে মেজর জসিমের শোডাউন
মোঃ জসিম জনি, লালমোহন :লালমোহনে সাবেক এমপি মেজর (অবঃ) জসিম উদ্দিন আনুষ্ঠানিক সমাবেশ ও শোডাউন করে নিজের উপস্থিতি জানান দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় সদর রোডে কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে তিনি নৌকার পক্ষে মিছিল করেন। এর আগে নিজ বাসভবনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীদের সাথে এক ঈদ পূর্ণমিলনী সভায় ভোলা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর নির্ভর করে বলে জানান। তবে এই আসনে এখন পর্যন্ত কাউকে নির্দিষ্ট প্রার্থী ঘোষণা করা হয়নি বলেও মেজর জসিম প্রকাশ করেন। শোডাউনে চরভূতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ হোসেন হাওলাদারসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নেতা-কর্মীরা এ আসনে আওয়ামী লীগের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে মেজর (অবঃ) জসিম উদ্দিনকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবী জানান।
জানা গেছে, ২০০৮ সালে ভোলা-৩ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হন মেজর (অবঃ) জসিম উদ্দিন। দেড় বছরের মাথায় মামলা সংক্রান্ত কারণে তার সংসদ সদস্য পদ হারালে উপ-নির্বাচনে নুরুন্নবী চৌধুরী শাওনকে মনোনয়ন দিলে শাওন এমপি হন। এরপর মেজর (অবঃ) জসিম উদ্দিন প্রকাশ্য সভা-সমাবেশ করতে পারেননি। গত বছর ঈদ শুভেচ্ছা জানাতে তজুমদ্দিন এলে সেখানে তার গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এমপি সমর্থকরা। সর্বশেষ এবার ঈদে পূর্ব প্রস্তুতি নিয়ে শুক্রবার তিনি আনুষ্ঠানিক সমাবেশ ও শোডাউন করেন। সমাবেশে তিনি বলেন, বাংলাদেশে এক সরকার দুইবার ক্ষমতায় আসে না এধারণা উন্নত বিশ্বের চাপিয়ে দেওয়া। এথেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পরপর এক সরকার দুইবার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে সফল হয়েছে। তাই তাকে আবারো ক্ষমতায় আনতে হবে। মেজর জসিম বলেন, সরকারের শেষ সময়ে জনপ্রিয়তা হারায় এটা স্থানীয় নেতাদের জন্য। স্থানীয় নেতারা দরিদ্রদের দেয়া বরাদ্ধ সঠিকভাবে বন্টন করেন না বলে তাদের উপর জনগণ ক্ষিপ্ত হয়। তার দায়ভার সরকারের কাঁধে যায়। তাই সৎ যোগ্য প্রার্থী নির্বাচিত করাও জনগণের দায়ীত্ব। মেজর জসিম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ভোলা-৩ আসনে কে মনোনয়ন পাবে সেটার জরুরুী নয়। মনোনয়ন যেই পাক সে নৌকা প্রতিক পাবে। নৌকা প্রতিকেই জনগণ ভোট দেবে। তবে প্রার্থী চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশে এসময় উপস্থিত নেতা-কর্মীরা এই আসনে আওয়ামী লীগের অস্তিত্বি টিকিয়ে লাখতে মেজর (অবঃ) জসিম উদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবী জানান। সমাবেশে বিভিন্ন ইউনিয়নের তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।