লালমোহনে বাসেরচাপায় দুই মটর সাইকেল আরোহী নিহত
লালমোহন প্রতিনিধি, ১৮ অক্টোবর ॥ ভোলার লালমোহনে বাসের চাপায় মোঃ খলিল (৩৮) ও আব্দুল মমিন (২৮) নামের দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার সকাল ৬ টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের লালমোহন পৌরসভা গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোঃ খলিল তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ গ্রামের মৃত আবদুল মোতালেবের ছেলে মমিন একই উপজেলার আড়ালিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, তজুমদ্দিন বাজারের সিলেট কেন্টিনের মালিক মোঃ খলিল ও আড়ালিয়া এলাকার মমিন মোটরসাইকেল যোগে চরফ্যাশন রওয়ানা হয়। তারা সকাল ৬টার দিকে লালমোহন পৌরসভার উত্তর গেইট সংলগ্ন পঞ্চায়েত বাড়ির সামনে এলে চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস “রাজপথ” এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসের চাপায় পড়ে মোটরসাইকেলটি ধুমড়ে মুচড়ে যায় এবং মটর সাইকেল আরোহী খলিল ঘটনাস্থলেই নিহত হয়। হাসপাতালে আনার পর মমিনের মৃত্যু হয়।
লালমোহন থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সততা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মগের্ প্রেরণ করা হয়েছে। এ ছাড়া ঘাতক বাসটি থানায় আটক করা হয়েছে।