লালমোহনে ছাত্রলীগ- ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া

06/10/2013 3:19 pmViews: 16

Lalmohan pic-6-10-13লালমোহন সংবাদদাতা : ভোলার লালমোহনে ছাত্রলীগ ও ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার সন্ধার পর পৌর ছাত্রলীগ লালমোহন বাজারে মিছিল শেষে যুবদল, ছাত্রদল দু নেতার ধাওয়া করার পর ছাত্রদল কর্মীরা ছাত্রলীগের কর্মীদের পাল্টা ধাওয়া করে। এ নিয়ে উভয় দলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত করতে লালমোহন বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা ছাত্রদলের আহবায়ক সামছুদ্দিন জসিম অভিযোগ করেন, তিনিসহ উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হারুন অর রশিদ ভোলা থেকে মামলার হাজিরা দিয়ে মাইক্রোবাসযোগে করিম রোড এলাকায় নামার সাথে সাথে পৌর ছাত্রলীগের মিছিল থেকে তাদের উপর হামলা চালানো হয়। এঘটনায় ছাত্রদল নেতাকর্মীরা ক্ষুব্দ হয়ে প্রতিরোধ করতে বিএনপির অফিসের সম্মুখে ও করিম রোড এলাকায় জড়ো হয়। বিএনপির নেতা-কর্মীরা পৌর ছাত্রলীগের কর্মীদের ধাওয়া করলে তারা চৌরাস্তা মোড়ে অবস্থান নেয়। এসময় তারা চৌরাস্তা মোড়ে লাগানো বিএনপির ডিজিটাল ফেস্টুনগুলো খুলে ছিড়ে ফেলে। পরিস্থিতি অস্বাভাবিক দেখে বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। ঘটনা সহিংসতার দিকে রূপ নিতে শুরু করলে পুলিশ বিএনপি অফিসের সম্মুখ ও চৌরাস্তা মোড়ে অবস্থান নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ৮ টায় বাজারে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলে স্থানীয়রা জানান।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ছাত্রলীগ কর্মীদেরকে ছাত্রদল কর্মীরা কুটুক্তি করলে এ নিয়ে কথার কাটা কাটিতে ধাওয়ার ঘটেছে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত পোনে ৯ টার দিকে ওসি জানান পরিস্থিতি এখন শান্ত রয়েছে ।

Leave a Reply