লালমোহনে আ’লীগের সংবাদ সম্মেলন শাওনের জনপ্রিয়তা দেখে মেজর জসিম অপপ্রচারে নেমেছেন

20/10/2013 6:57 pmViews: 17

Lalmohan pic-লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলা-৩ আসনে আওয়ামী লীগের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন মেজর জসিম। তিনি বিএনপির প্রার্থীর এজেণ্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন। তার এমপি থাকাকালীন সময়ে বিভিন্ন অনিয়ম, দুর্ণীতি, দখলবাজী ও সন্ত্রাসী মূলক কর্মকাণ্ডের কারণে এখানকার আওয়ামী লীগ নেতা-কর্মীরা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। উপ-নির্বাচনে জয়ী হয়ে এই আসনের বর্তমান এমপি নুরুন্নবী চৌধুরী শাওন আওয়ামী লীগের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনে। শাওনের জনপ্রিয়তা দেখে মেজর জসিম মনোনয়ন পাবেন না নিশ্চিত হয়ে এখন অপপ্রচার শুরু করছেন। তার সাথে এখানকার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কোন নেতা-কর্মী না থাকলেও তিনি বিএনপির সহযোগিতায় এখানে অপতৎপরতা শুরু করে আওয়ামী লীগের মনোনয়ন পাবার স্বপ্ন দেখছেন। তার স্বপ্ন কোন দিন পূরণ হবে না। রোববার লালমোহন উপজেলা আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে এমন দাবী করেন নেতা-কর্মীরা। বিকেল ৩টায় উপজেলা ছাত্রলীগের অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী রেজা মিয়া। এসময় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মালেক, শফিকুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম অরুন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাজাহান মেম্বার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোশারেফ হোসেন সোহেল, পৌর যুবলীগের আহবায়ক রসুল মোহাম্মদ রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল হাসান রিমন, সম্পাদক তানজিম হাওলাদার, পৌর ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, যুগ্ম সম্পাদক মামুন প্রমূখ। সংবাদ সম্মেলনে বক্তারা এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের বিকল্প নেই বলে উল্লেখ করেন।

Leave a Reply