লালমোহনে আওয়ামীলীগের নির্বাচনি সমন্বয় সভা অনুষ্ঠিত
লালমোহন, ২৮ সেপ্টেম্বর, প্রথম বাংলা : লালমোহনে আওয়ামীলীগের নির্বাচনি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টায় স্থানীয় পাবলিক লাইব্রেরী হল রুমে পৌর ১,২,৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্টিত হয়। সভায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহসভাপতি আঃ রাজ্জাক পঞ্চায়েত, যুগ্ম সম্পাদক সফিকুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম অরুন, কাউন্সিলর জুলফিকার মিয়া, আওয়ামীলীগ নেতা আনম শাহজামাল দুলাল, মফিজুর রহমান, মোশারেফ হোসেন সোহেল, জহির হাওলাদার, মেজবাউদ্দিন আরজু, আনিচল হক, পৌর মহিলালীগের সভাপতি ফেরদাউস বেগম, সাংগঠনিক সম্পাদক সালমা জাহান বুলু, কাউন্সিলর হেলাল হাওলাদার, আজাদুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা রুহুল আমিন বকসী, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মফিজ মিয়া, সম্পাদক তাজউদ্দিন মিলন, পৌর ছাত্রলীগ সভাপতি মেহের, যুগ্ম সম্পাদক মামুন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় আগামি নির্বাচনে এ আসন থেকে পুণরায় এমপি শাওনের বিজয় নিশ্চিত করতে কাজ করার অঙ্গীকার করা হয়। সভা শেষে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জম্মদিন উপলক্ষে কেক কেটে আনন্দ করা হয়। কেকের আয়োজন করেন আওয়ামীলীগ নেতা আনিচল হক।