লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

14/05/2015 11:08 amViews: 6

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন। নিহত বাংলাদেশীর নাম অন্তর ইসলাম। গত রাতে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারের বাড়ি সীমান্তের ৮৪৩ নাম্বার  মেইন পিলারে এ হত্যাকা- ঘটে। অন্তর পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেলওয়ে কলোনিপাড়ার আমিনুর ইসলামের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা  গেছে, অন্তর ভারতের কোচবিহার থেকে গরু নিয়ে বাংলাদেশে ফিরছিলেন। এসময় ভারতের চ্যাংরাবান্ধা ক্যাম্পের একটি টহলদল ভারতের অভ্যন্তরেই গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই অন্তরের মৃত্যু হয়।
লালমনিরহাট বিজিবির পক্ষ থেকে এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

Leave a Reply