লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষে অর্ধশতাধিক আহত
২০ জুন, ২০১৫

লালমনিরহাটের কাকিনা রেল স্টেশনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। এ ঘটনার পর উত্তেজিত জনতা স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায়।
শনিবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে লালমনিরহাট-বুড়িমারী রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
লালমনিরহাট রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বুড়িমারীগামী ৬৫ নং কমিউটার ও লালমনিরহাটগামী ২৪০৪ নং লোকাল ট্রেনের কাকিনা স্টেশনে ক্রসিং করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তাড়াহুড়ো করে নামতে গিয়ে প্রায় ৫০ জন যাত্রী আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লালমনিরহাট সদর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কমিউটার ট্রেনটির চালক তহিদার রহমান জানান, কাকিনা স্টেশন মাষ্টারের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটে।