লামায় পাহাড় ধসে নিহত ৪, নিখোঁজ ২
০১ আগস্ট ২০১৫,শনিবার
পাহাড় ধসে মাটি চাপা পড়ে বান্দরবানের লামায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ২ জন। আজ শনিবার ভোর রাত তিনটার দিকে উপজেলার হাসপাতাল পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে দমকল বাহিনী পুলিশ ও স্থানীয়রা কাজ চালিয়ে যাচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান ভোর রাতে প্রবল বর্ষণের সময় হাসপাতাল পাড়ার বাসিন্দা বশির আহম্মদ, সাদ্দাম হোসেন ও মো: রানার ঘরের ওপর পাহাড় ধসে পরে। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার অভিযানে নামে। সকালে সেখান থেকে চারটি লাশ ও অআহতাবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। তারা হলেন- সাদ্দাম হোসেনের স্ত্রী রুজিনা আক্তার (৩০), মো: রানার স্ত্রী আমেনা বেগম (৩০), বশির আহম্মদের ছেলে মো: সাগর (১৪) ও সাদ্দাম হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (৫)। আহতরা হলেন- আরাফাত হোসেন, দুলু মিয়া ও মো: আমিন। আহতদের লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বান্দরবানের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু জাফর জানিয়েছেন এখনো ওই এলাকায় কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।
দমকল বাহিনীর সদস্যরা জানিয়েছেন ঘটনার পর থেকেই উদ্ধার কাজ চলছে। পাহাড় ধসে ঘর তিনটি প্রায় দুইশ ফুট খাদে গিয়ে পড়েছে।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মোহাম্মদ জানিয়েছেন প্রশাসন, পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয় লোকজন সম্মিলিতভাবে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। মাটির স্তুপ সরাতে সময় লাগছে। ঘটনাস্থলের আশপাশ বন্যা কবলিত হওয়ায় উদ্ধার অভিযান চালাতে সমস্যা হচ্ছে। নিহতদের প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা দেয়া হবে বলে জানান ইউএনও।
–