লাদেনের সাবেক দেহরক্ষী বাহরির মৃত্যু
জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার প্রয়াত প্রধান ওসামা বিন লাদেনের সাবেক দেহরক্ষী নাসের আল বাহরি ইয়েেমেনের একটি হাসপাতালে মারা গেছেন। দীর্ঘ রোগভোগ শেষে তার মৃত্যু হয়। বাহরি ইয়েমেনের নাগরিক ছিলেন। খবর বিবিসির
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর মুকাল্লার একটি হাসপাতালে গত শনিবার বাহরির মৃত্যু হয়। তার বয়স চল্লিশের ঘরে ছিল বলে মনে করা হচ্ছে। আবু জান্দাল নামেও পরিচিত ছিলেন তিনি। আফগানিস্তানে থাকাকালে ওসামার গাড়ির চালকও ছিলেন তিনি।
যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে থাকা গুয়ানতানামো বে কারাগারে আটক ছিলেন বাহরি। ২০০৮ সালে মুক্তি দেয়া হয় তাকে। এরপর তিনি ইয়েমেনে ফেরেন।
নব্বইয়ের দশকে বসনিয়া, সোমালিয়া ও আফগানিস্তানে জঙ্গি হামলায় জড়িত ছিলেন বাহনি। পরে অবশ্য জঙ্গি গোষ্ঠীটির সমালোচনা করে আল-কায়েদা ছাড়েন তিনি।
উল্লেখ্য, পাকিস্তানের অ্যাবোটাবাদে ২০১১ সালের মে মাসে মার্কিন বিশেষ অভিযানে মারা যান ওসামা বিন লাদেন।