লাক্সের বিজ্ঞাপন প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা
০৭ জুলাই, ২০১৫
লাক্সের একটি বিজ্ঞাপন বন্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।‘লাক্স সাবান কিনে জিতে নিন সোনার লকেট’ জিঙ্গেল সম্বলিত বিজ্ঞাপনটি প্রচারে এ নির্দেশ দেয়া হয়।
এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
এই বিজ্ঞাপনটি প্রচারের জন্য ইউনিলিভার কর্তৃপক্ষের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৪ (বি) ধারা অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অর্থসচিব, পুলিশের মহা পরিদর্শক(আইজিপি), ঢাকা মহানগর পুলিশের কমিশনারসহ বিবাদীদেরকে আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
আইন অনুযায়ী এ ধরনের বিজ্ঞাপন প্রচার ‘নিষেধ’ উল্লেখ করে এটি বন্ধের নির্দেশনা চেয়ে এই রিট আবেদনটি দায়ের করা হয়।