লম্বা মেয়েদের সঙ্গে রোমান্স করতে ভালোবাসেন আমির খান

10/02/2014 4:09 pmViews: 8

 

amir-dipaka 09-02-14বলিউডের অন্যতম লম্বা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। পাঁচ ফুট ৯ ইঞ্চি উচ্চতার দীপিকা বলিউডের অধিকাংশ পুরুষের চেয়ে লম্বা। এদিকে অভিনেতা আমির খান তার চেয়ে লম্বা ক্যাটরিনার সঙ্গে একটি সিনেমায় অভিনয় করলেন। লম্বা মেয়েদের সঙ্গে রোমান্স করতে তার ভালো লাগে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে টাইমস অফ ইন্ডিয়া।

দীপিকার তুলনায় শাহরুখ খান লম্বায় এক ইঞ্চি কম এবং সাইফ আলি খান তার তুলনায় দুই ইঞ্চি কম। সাম্প্রতিক সময়ে নতুন লম্বা অভিনেত্রীদের দ্বারা উচ্চতার দিক দিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন নায়করা। অভিনেতা শাহরুখ খান এ বিষয়টিকে বেশ মজার সঙ্গেই নেন।

এ প্রসঙ্গে বলেন, ‘দীপিকার সঙ্গে কাজ করার সময় অবশ্যই একটা সুবিধা পাওয়া যায়। অভিনয়ের ছোট বিরতিতে সে আমাকে উঁচু র‌্যাক থেকে কাপড় নিতে সাহায্য করে।’

পাঁচ ফুট ছয় ইঞ্চি লম্বা আমির খান তারচেয়ে লম্বা অভিনেত্রী ক্যাটরিনা কাইফের (পাঁচ ফুট আট ইঞ্চি) সঙ্গে সাম্প্রতিক একটি সিনেমায় রোমান্সের দৃশ্যে অভিনয় করেছেন।

এক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন লম্বা মেয়েদের সঙ্গে রোমান্স করতে তার ভালোই লাগে।

 

Leave a Reply