লবণের তৈরি ‘হোটেল ডি সাল’
অবিশ্বাস্য হলেও সত্যি যে, বলিভিয়ায় এমন একটি হোটেল রয়েছে যা পরিপূর্ণভাবে লবণ দিয়ে বানানো। যার নাম ‘হোটেল ডি সাল’।
রাজধানী লা পাজ থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণে বিশ্বের বৃহৎ সমতল লবণ ক্ষেত্রে এটি অবস্থিত। অবশ্য প্রথম দেখাতে এটিকে হোটেল বলে মেনে নিতে কষ্ট হতে পারে অনেকের। কিন্তু ভেতরে গেলেই ভড়কে যেতে হয়। এর ভেতরের আসবাবপত্র থেকে শুরু করে বিছানা, দরজা জানালাগুলোও তৈরি জমাট লবণ ব্লকে। পুরো হোটেল ভবনটি বানাতে ৩৫ সেন্টিমিটার পুরু ১০ লাখ লবণের ব্লক লেগেছে। আসল কথা হলো বলিভিয়ায় রয়েছে লবণের মরুভূমি। যা ‘সালার ডি ইয়লুনি’ নামে পরিচিত। মোট ১০ হাজার ৫৮২ বর্গকিলোমিটার এলাকাজুড়ে রয়েছে এই পুরু লবণের ভাণ্ডার। বলিভিয়ায় কেউ বেড়াতে এলেই তারা প্রথমে এই লবণ মরুভূমি দেখতে যান। সেখানে মূলত ওইসব পর্যটকের জন্যই তৈরি হয়েছে ‘হোটেল ডি সাল’।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬৫০ মিটার উপরে অবস্থিত এই হোটেলটি। যার দেয়ালগুলো বানানো হয়েছে লবণ আর পানির মিশ্রণ দিয়ে। মোট ১৫টি ঘর আছে এই এখানে। এছাড়া স্টাইল রুম, রেঁস্তোরা, বারসহ সব রকমের আধুনিক সুযোগ-সুবিধাও আছে হোটেলটিতে। ২০০৭ সালে এটি পর্যটকদের জন্য খুলে দেয়া হয়।
হোটেল ডি সাল প্লায়া, বলিভিয়ার দক্ষিণ-পশ্চিমাংশের উইউনি লবণ পলিতে অবস্থিত। এটি ১৯৯৩ সালে নির্মিত। হোটেলটি লবণের তৈরি ব্লক দিয়ে নির্মিত। যদিও বর্ষাকালে নতুন ব্লক দিয়ে দেয়ালগুলোর শক্তি বৃদ্ধি করা হয়। এতে ১৫টি বেডরুম, একটি ডাইনিং রুম, একটি লিভিং রুম ও একটি বার রয়েছে। শুধু যে হোটেলটি লবণ দিয়ে নির্মিত তা নয়, হোটেলটির চেয়ার, টেবিল, খাট এমনকি বার পর্যন্ত লবণ দিয়ে নির্মিত।