লন্ডনে সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের ইফতার
০৩ জুলাই, ২০১৫
বৃহস্পতিবার যুক্তরাজ্য বিএনপির ব্যানারে সাংবাদিকদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
পূর্ব লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে আয়োজিত এ মাহফিলে মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। প্রায় দেড় ঘন্টাব্যাপী প্রশ্নোত্তর পর্বে তারেক রহমান বিএনপির সাথে ভারতের বিজেপির সম্পর্ক ও জামায়াতের সাথে জোটের বিষয়ে খোলামেলা মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত একজন সাংবাদিক জানান, তারেক রহমান দেশে ফেরার ইচ্ছা ব্যক্ত করেছেন এবং বর্তমানে তিনি অনেকটা সুস্থ্য বলে জানিয়েছেন। এছাড়া আগামী ৮ই জুলাই তারেক রহমান সৌদি আরবে ওমরা পালনের জন্য যাবেন। সেখানে তিনি মা বিএনপি চেয়ারপার্সনের সাথে সাক্ষাত করবেন।
তারেক রহমানের ইফতারে লন্ডন বাংলা পত্রিকার সম্পাদক কে আবু তাহের চৌধুরী, বিবিসির মাসুদ হাসান. জনমতের প্রধান সম্পাদক নাহস পাসা, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মুহিব চৌধুরীসহ লন্ডনের বাংলা মিডিয়ার সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় আর্ন্তজাতিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, মিডিয়া কমিটির আহবায়ক তাজ উদ্দীন প্রমুখ ওই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।